১৪ মে, ২০২৩ ০৫:৪৮ পিএম
ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে ঘরবাড়ি লন্ডভন্ড
আবহাওয়া অধিদপ্তর বলছে, দুপুর ২টা ২০ মিনিটে ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রভাগ উপকূল অতিক্রম করে। সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি পুরোপুরি উপকূল অতিক্রম করবে।
মেডিভয়েস রিপোর্ট: ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিনের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে হোটেল-মোটেল ও রিসোর্টগুলোর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সর্বশেষ আবহাওয়া দপ্তরের তথ্যে জানা গেছে, ঝড়টি ১২১ কিলোমিটার গতিবেগে সেন্টমার্টিন অতিক্রম করেছে। আর ১১৫ কিলোমিটার গতিতে অতিক্রম করেছে টেকনাফ উপকূল।
স্থানীয়রা জানিয়েছে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল বেশি। তবে বড় ধরনের কোনো জলোচ্ছ্বাস হয়নি। এখনো সাগর উত্তাল রয়েছে বাতাস ও বৃষ্টি হচ্ছে। তবে এখানকার প্রায় ৮০ শতাংশ আবাস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, দুপুর ২টা ২০ মিনিটে ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রভাগ উপকূল অতিক্রম করে। সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি পুরোপুরি উপকূল অতিক্রম করবে। এ সময় উপকূলজুড়ে বৃষ্টি এবং স্বাভাবিকের চেয়ে বেশি বাতাস থাকবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমবিবিএস গ্র্যাজুয়েটদের আবেদন
বিসিএস পরীক্ষা: সবার বয়স বাড়লেও সুখবর নেই চিকিৎসকদের
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
আউটডোরে ৪৫০-৫০০ রোগী দেখেন ২ চিকিৎসক
এই বিভাগের সর্বাধিক পঠিত