ডেন্টালে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে
মেডিভয়েস রিপোর্ট: দেশের একটি সরকারি ডেন্টাল কলেজ ও সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ২৩ মে থেকে শুরু হবে। এ কার্যক্রম চলবে ২৮ মে পর্যন্ত।
সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, বেসরকারি ডেন্টাল কলেজ ও বেসরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহে ভর্তির বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডেন্টাল ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে
► এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
► ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিডিএস পরীক্ষার প্রবেশ পত্রের কপি।
► এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/প্রশংসা পত্র (যেমন ‘ও লেভেল’ ও ‘এ লেভেল’ শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সম্বর সমতাকরণ সনদ)।
► জেলা কোটার দাবীর ক্ষেত্রে স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র।
► জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি।
► চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।
► পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।
► মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ ১৮ অক্টোবর ২০২০ এ জারিকৃত বিধি বিধান অনুসরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম, কোটা অনুযায়ী ৫৪৫জন পরীক্ষার্থীদেরকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহ ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণ প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রতীয়মান হলে যে কোন সময় তার ভর্তি বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলের উপর বিধিসম্মত যে কোন পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।
এসএস
-
১১ জুন, ২০২৪
-
০৪ জুন, ২০২৪
-
০৮ মার্চ, ২০২৪
-
০৭ মার্চ, ২০২৪
-
১৭ জানুয়ারী, ২০২৪
-
৩০ ডিসেম্বর, ২০২৩
-
২৪ ডিসেম্বর, ২০২৩
-
২৫ অগাস্ট, ২০২৩
-
০৮ মে, ২০২৩
-
০৭ মে, ২০২৩