বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে কর্মরত আউটসোর্সিং ও অন্যান্য কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেল আজ শনিবার (১৫) দুপুরে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে তিনি মেডিভয়েসকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩২ জন কর্মচারীর হাতে এ উপহার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন নারীকে থ্রিপিস ও ১৫ জন পুরুষকে পাঞ্জাবী প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং স্টাফ ও অন্যান্য অস্বচ্ছল স্টাফ, যাদের ঈদ বোনাস নেই, নুন আনতে পান্তা ফুরোয়—এসব মানুষের মুখে হাসি ফোটাতে ও তাদের সবার সঙ্গে ঈদআনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, ডা. কামরুল হাসান সোহেলের পরামর্শে সকল চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য স্টাফদের সম্মিলিত অর্থায়নে ঈদ উপহার সামগ্রী কেনা হয়। উপহার পেয়ে উচ্ছ্বসিত বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নূরেন তাসকিন তুলি, মেডিকেল অফিসার (রোগ-নিয়ন্ত্রণ) ডা. তানজিম মজুমদার, ডা. মোহাম্মদ নওশাদ আবসার, ডা. এস এম রাইসুল হাসান, ডা. মো. এনামুল হাসান সাকিব, ডা. মো. ওমর ফারুক সরকার, সিনিয়র স্টাফ নার্স ফরিদা ইয়াসমিন ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) গাজী ফরিদা আদিভ হানুমসহ অন্যান্যরা।

দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের কর্মশালা
আসক্তি ভুলে তরুণদের ক্যারিয়ার গঠনে মনোযোগের আহ্বান
দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের কর্মশালা
আসক্তি ভুলে তরুণদের ক্যারিয়ার গঠনে মনোযোগের আহ্বান
