১৫ এপ্রিল, ২০২৩ ০৩:৩৫ পিএম

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ

বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ
বিভিন্ন বিভাগে কর্মরত আউটসোর্সিং ও অন্যান্য কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন বরুড়ার ইউএইচএফপিও ডা. কামরুল হাসান সোহেলসহ অন্যরা।

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে কর্মরত আউটসোর্সিং ও অন্যান্য কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেল আজ শনিবার (১৫) দুপুরে এই উপহার সামগ্রী বিতরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে তিনি মেডিভয়েসকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৩২ জন কর্মচারীর হাতে এ উপহার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন নারীকে থ্রিপিস ও ১৫ জন পুরুষকে পাঞ্জাবী প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং স্টাফ ও অন্যান্য অস্বচ্ছল স্টাফ, যাদের ঈদ বোনাস নেই, নুন আনতে পান্তা ফুরোয়—এসব মানুষের মুখে হাসি ফোটাতে ও তাদের সবার সঙ্গে ঈদআনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, ডা. কামরুল হাসান সোহেলের পরামর্শে সকল চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য স্টাফদের সম্মিলিত অর্থায়নে ঈদ উপহার সামগ্রী কেনা হয়। উপহার পেয়ে উচ্ছ্বসিত বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নূরেন তাসকিন তুলি, মেডিকেল অফিসার (রোগ-নিয়ন্ত্রণ) ডা. তানজিম মজুমদার, ডা. মোহাম্মদ নওশাদ আবসার, ডা. এস এম রাইসুল হাসান, ডা. মো. এনামুল হাসান সাকিব, ডা. মো. ওমর ফারুক সরকার, সিনিয়র স্টাফ নার্স ফরিদা ইয়াসমিন ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) গাজী ফরিদা আদিভ হানুমসহ অন্যান্যরা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক