৩০ মার্চ, ২০২৩ ০৫:৩৮ পিএম

বিএসএমইউতে বিভিন্ন বিষয়ে ফেইজ এ’তে যোগদান করলেন ১৩৪ জন চিকিৎসক

বিএসএমইউতে বিভিন্ন বিষয়ে ফেইজ এ’তে যোগদান করলেন ১৩৪ জন চিকিৎসক
অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক/ভিজিটিং/কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে এমডি/এমএস বেসরকারি রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-এ কোর্সের কোটায় ভর্তিকৃত ১৩৪ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে মেডিসিন, পেডিয়াট্রিকস ও ডেন্টাল অনুষদে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-এ কোর্সে  কোটায় ভর্তিকৃত ১৩৪ চিকিৎসকের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক যোগদান গৃহীত হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক/ভিজিটিং/কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।

►নোটিশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছেলের চোখে অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান

সাতকানিয়ার চুপচাপ বালক যেভাবে হয়ে উঠেন কিংবদন্তি চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত