ঢাবির প্রথম পেশাগত পরীক্ষায় প্রথম সলিমুল্লাহ মেডিকেলের তৌহিদ

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০২২ সালের মে এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।
গত ২৪ মার্চ এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। তৌহিদুল ইসলাম ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেলের ৪৯তম ব্যাচে ভর্তি হন।
ঢাবি অধীনে এ বছর প্রায় ছয় হাজার মেডিকেল শিক্ষার্থী এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে সব বিষয়ে অনার্স মার্ক পেয়ে ঢাবিতে প্রথম স্থান অধিকার করেন বগুড়ার এ কৃতি সন্তান।
তৌহিদুল ইসলামের এ ফলাফলে মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা ও বন্ধু-বান্ধবরা আনন্দে উচ্ছ্বসিত। জানতে চাইলে তিনি মেডিভয়েসকে বলেন, ‘ভালো ফলাফল করলে যেকোনো শিক্ষার্থীর কাছেই ভালো লাগে, আমার কাছেও তাই। ভালো ফলাফল অর্জন করার জন্য আমি চেষ্টা করেছি, মহান আল্লাহ আমাকে হতাশ করেননি। আমি খুবই আনন্দিত।’
তৌহিদুল ইসলাম বলেন, ‘মা-বাবা সবসময় আমাকে উৎসাহ-উদ্দীপনা দিয়েছেন। সেইসঙ্গে সহযোগিতাও করেছেন। তাঁরা বলতেন, তুমি অবশ্যই পারবে।’
তিনি বলেন, ‘আমরা যারা চিকিৎসা পেশায় এসেছি, আমাদের মধ্যে মানব সেবার একটা অনুপ্রেরণা কাজ করে। আমাদের সবারই একটা চিন্তা থাকে, ভালো চিকিৎসক হওয়ার। সেই অনুপ্রেরণাটাও কাজ করেছে। ছোটবেলা থেকে এ পর্যন্ত আমার যত শিক্ষক-শিক্ষিকা আছেন, তাঁদেরও যথেষ্ট অবদান রয়েছে। আমার পরিবারের সদস্যরা আমাকে সহায়তা করেছেন। আমার বন্ধু-বান্ধবরাও সহায়তা করেছেন। আমাদের নিজের মানুষের জন্যই মনে হয়েছে, আমি চাইলে পারবো। সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে এ পর্যন্ত আসা।’
-
০১ এপ্রিল, ২০২৩
-
২৬ মার্চ, ২০২৩