১১ মার্চ, ২০২৩ ০৮:২৬ পিএম

বিদেশী চিকিৎসকের বিরুদ্ধে বনানী থানায় বিএমডিসির অভিযোগ

বিদেশী চিকিৎসকের বিরুদ্ধে বনানী থানায় বিএমডিসির অভিযোগ
অভিযোগপত্র

মেডিভয়েস রিপোর্ট: বিনা অনুমতিতে বাংলাদেশে এসে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় ভারতীয় এক চিকিৎসকের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় অভিযোগ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। ওই চিকিৎসকের নাম ডা. রীনা গুপ্ত।

বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসাইনের সই করা এক চিঠিতে বনানী থানা এই অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ডা. মো. লিয়াকত হোসাইন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বনানীতে আইভিএফ এন্ড ইনফার্টিলিটির ওপর এক ডাক্তার এসে চিকিৎসা কার্যক্রম চালায় আমাদের অনুমতি ছাড়াই। এ জন্য আমাদের নিয়ম অনুযায়ী যেটা করা দরকার সেটাই করেছি।’

বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসাইন বলেন, ‘যদি রেজিস্ট্রেশন না নিয়ে কোনো বিদেশী চিকিৎসক আমাদের অনুমতি ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে যায়, সেক্ষেত্রে আমরা চিঠি দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে (র‌্যাব ও যে থানার অধীনস্থ এলাকায় চিকিৎসা কার্যক্রম চালায় সে থানায়) জানিয়ে রাখি   এবং পরবর্তী কার্যক্রম আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ন্যাস্ত করা হয়।’

বিএমডিসির অভিযোগের বিষয় জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মেডিভয়েসকে বলেন, ‘বিএমডিসি সরাসরি আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। শুনেছি তারা নাকি অভিযোগপত্র কুরিয়ার করেছে। কিন্তু সে কুরিয়ার এখন পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি।’

অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত বিজ্ঞপ্তি (ফটোকপি সংযুক্ত) ভারতীয় চিকিৎসক ডা. রীনা গুপ্ত (ফার্টিলিটি বিশেষজ্ঞ, বেবি সায়েন্স, নিউ দিল্লি) আজ (১১ মার্চ) বনানীর বিটিআই আর্মিটেজের (হাউজ-৭৭, রোড-১২) ঠিকানায় চিকিৎসা ও পরামর্শ দেবেন। তবে, উল্লেখিত বিদেশি চিকিৎসক বিএমডিসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত নয়, যে কারণে চিকিৎসা কার্য পরিচালনা ও ভিডিও কলের মাধ্যমে পরামর্শ প্রদান করলে তা হবে আইনের পরিপন্থি। এই বিষয়ে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

অভিযোগে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনে আছে- ‌‘২২ নিবন্ধন ব্যতীত এলোপ্যাথি চিকিৎসা নিষিদ্ধ - (১) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন নিবন্ধন ব্যতীত, কোন মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এলোপ্যাথি চিকিৎসা করিতে, অথবা নিজেকে মেডিকেল চিকিৎসক বা ক্ষেত্রমত, ডেন্টাল চিকিৎসক বলিয়া পরিচয় প্রদান করিতে পারিবেন না । (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি ৩ (তিন) বৎসর কারাদণ্ড অথবা ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক