১৬ জানুয়ারী, ২০২৩ ০৬:৪৮ পিএম

চমেকে ডায়ালাইসিসে সরকারি ভর্তুকি সুবিধা বহাল

চমেকে ডায়ালাইসিসে সরকারি ভর্তুকি সুবিধা বহাল
গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশের পর স্যানডরের ডায়ালাইসিসে সরকারি ভর্তুকিসুবিধা কমানোর সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বেসরকারি প্রতিষ্ঠান স্যানডরের ডায়ালাইসিসে সরকারি ভর্তুকি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশের পর স্যানডরের ডায়ালাইসিসে সরকারি ভর্তুকিসুবিধা কমানোর সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।

আজ সোমবার ( ১৬ জানুয়ারি) চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসানের ব্যক্তিগত সহকারী শাহ নেওয়াজ এ তথ্য মেডিভয়েসকে নিশ্চিত করে বলেন,স্যানডরের ডায়ালাইসিসে সরকারি ভর্তুকি আগের নিয়মে বহাল আছে। নতুন করে বাড়েনি। আজ থেকে স্যানডরের ডায়ালাইসিসে পুরোপুরি আগের নিয়মে ভর্তুকি পাচ্ছেন রোগীরা।’

চমেক হাসপাতালের অধীন স্যানডোর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ (প্রা.) লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা দেয়।

ডায়ালাইসিস ফি বাড়ানো ও সরকারি ভর্তুকিসুবিধা কমানোর প্রতিবাদে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আন্দোলন করে আসছিলেন রোগী ও স্বজনেরা। ১০ জানুয়ারি রাস্তা অবরোধ করলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। 

টিআই

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক