১৬ জানুয়ারী, ২০২৩ ০৪:৫৪ পিএম

মিডওয়াইফারির ১১২ নার্সের পদোন্নতি

মিডওয়াইফারির ১১২ নার্সের পদোন্নতি
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মিডওয়াইফারির ১১২ দ্বিতীয় শ্রেণির স্টাফ নার্স/সিনিয়র নার্সকে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সোমবার (১৬ জানুয়ারি) মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সি ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন ২য় শ্রেণির স্টাফ নার্স/সিনিয়র নার্সদের পদোন্নতি/ উচ্চতর টাইম স্কেল/সিলেকশন গ্রেড প্রদান বিষয়ক সংশ্লিষ্ট বিভাগীয়/নির্বাচন কমিটির ১৫.১২.২০২২ খ্রি: তারিখে অনুষ্ঠিত সভার সুপারিশ/সিদ্ধান্ত অনুযায়ী নিম্নবর্ণিত ১১২ জন স্টাফ নার্স/সিনিয়র নার্স এর অনুকূলে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর অনুচ্ছেদ ৭(৯) অনুযায়ী তাদের নামের পাশে বর্ণিত গ্রেড স্কেলে ও তারিখে সিলেকশন গ্রেড মঞ্জুর করা হলো।’

এতে বলা হয়েছে, ‘ কর্মস্থল বিষয় কোনো ভুল থাকলে তা বর্তমান কর্মস্থলটি বিবেচিত হবে। মুদ্রণজনিত অন্য কোনো ভুলত্রুটি হলে পরবর্তীতে তা সংশোধন করা হবে।’

নোটিসটি দেখতে ক্লিক করুন

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত