৩১ জুলাই, ২০২২ ০৩:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর ধন্যবাদপত্র পেলেন বিএসএমএমইউ ভিসি

প্রধানমন্ত্রীর ধন্যবাদপত্র পেলেন বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদপত্র পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শনিবার (৩০ জুলাই) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর স্বাক্ষরিত এক সনদে তাঁকে এ ধন্যবাদ জানানো হয়।

ধন্যবাদপত্রে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাঙালি জাতির ইতিহাসে অম্লান ও অনন্য এক অধ্যায়। এ সময়ে দেশ ও বিদেশে বহুমাত্রিক আয়োজনের মাধ্যমে জাতির পিতার জীবন, কর্ম আদর্শের চিরন্তন আলোকশিখা নবতর ব্যঞ্জনায় উদ্ভাসিত হয়েছে, যার মহিমাময় তাৎপর্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহমান থাকবে। মুজিববর্ষে গৃহীত কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রতিটি হাসপাতালের লিফট সেফটি পরীক্ষার নির্দেশ
নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

প্রতিটি হাসপাতালের লিফট সেফটি পরীক্ষার নির্দেশ

নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

প্রতিটি হাসপাতালের লিফট সেফটি পরীক্ষার নির্দেশ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক