২৬ জুন, ২০২২ ০৫:১২ পিএম

‘বিদেশগামী শ্রমিকদের কলেরা টিকা দেওয়া হবে’

‘বিদেশগামী শ্রমিকদের কলেরা টিকা দেওয়া হবে’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সংক্রামক রোগগুলো প্রতিরোধে অনেকাংশেই সফল।

মেডিভযেস রিপোর্ট: বিদেশগামী শ্রমিকদের কলেরা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার (২৬ জুন) রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) সাসাকাওয়া মিলনায়তনে আয়োজিত কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ শ্রমিকদের কলেরা টিকা দেওয়ার দাবি জানিয়েছে। কলেরা ও ডায়রিয়া প্রতিরোধে ঢাকার সংক্রমণপ্রবণ পাঁচটি এলাকার ২৩ লাখ মানুষকে ওরাল ভ্যাকসিন খাওয়ানো হবে। আমরা এক থেকে সকল বয়সী মানুষকে এই টিকা দেবো। আমরা প্রথমবারের মতো দেশে এই ভ্যাকসিন দেবো। এর আগে ট্রায়ালে যে সব এলাকায় টিকা দিয়েছি সেখানে কলেরার প্রাদুর্ভাব একদম কমে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের শ্রমিকদের কলেরার টিকা দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেছেন, আমাদের অনেক শ্রমিকের দেহে কলেরার জীবাণু পাওয়া গেছে। তাই করোনা টিকার মতো ভবিষ্যতে আমরা তাদেরকেও কলেরার টিকা দিয়ে বিদেশে পাঠাবো।'

জাহিদ মালেক বলেন, 'আমরা সংক্রামক রোগগুলো প্রতিরোধে অনেকাংশেই সফল। এক সময় মহামারিত রূপ নেওয়া রোগগুলো এখন শুধুমাত্র মৌসুমী রোগ হিসেবে নির্দিষ্ট সময়ে দেখা যায়। এক সময় ডায়রিয়া-কলেরায় হাজার হাজার মানুষ মারা যেতো। এখন তা হয় না। এর পেছনে সরকার ও আইসিডিডিআর’বি-র গুরুত্বপূর্ণ অবদান আছে। সরকার সারাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা করেছে। সরকার এসব রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও করেছে। সাম্প্রতিক অভিজ্ঞতার থেকে আমরা প্রতিটি জেলা-উপজেলা হাসপাতালে কলেরা-ডায়রিয়া ইউনিট চালুর নির্দেশ দিয়েছি।'

তিনি বলেন, ‘বর্তমানে করোনার সংক্রমণ বেড়েছে। এতে আমরা আতঙ্কিত না হলেও সতর্ক অবস্থায় রয়েছি। এ সময় বেশি বেশি করোনা পরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি টিকাদান কর্মসূচি অব্যাহত রেখেছি। আমরা দ্বিতীয় ডোজ দেওয়া প্রায় শেষ করেছি। আজকের মধ্যে প্রায় ৭০ ভাগ নাগরিকের দ্বিতীয় ডোজ দেওয়া শেষ হবে। করোনা মোকাবিলায় আমরা জনগণকে বুস্টার ডোজ নেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।'

অনুষ্ঠানে ছিলেন আইসিডিডিআর’বি-র নির্বাহী পরিচালক ড. তাহামিদ আহমেদ, ড. মু. শফিকুল ইসলাম, সিনিয়র সায়েন্টিস্ট ও ইনফেকশন ডিজিজ ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ড. ফেরদৌসী কাদরী প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক