২৪ জুন, ২০২২ ১০:১৩ এএম

সুনামগঞ্জে হাসপাতালে নার্সিং কর্মকর্তার ওপর হামলা

সুনামগঞ্জে হাসপাতালে নার্সিং কর্মকর্তার ওপর হামলা
সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল

মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সিং কর্মকর্তা মো. মোবারকের ওপর হামলা করেছে রোগীর ভাই। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার (২৪ জুন) হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আনিসুর রহমান মিজান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আনিসুর রহমান মিজান বলেন, রাতে হাসপাতালের জরুরি বিভাগে একজন রোগী নিয়ে আসেন তার পরিবার। রোগীর ভাই কর্মরত নার্সিং কর্মকর্তাকে তাৎক্ষণিক ওই রোগীটিকে দেখতে বলেন, কিন্তু তখন ওই নার্সিং কর্মকর্তা অন্য একটি রোগী দেখছিলেন। এমতাবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা রোগী দেখতে বিলম্ব হওয়ায় বাকবিতণ্ডা শুরু হয়। পরে এক পর্যায়ে ওই কর্মকর্তার ওপর হামলা করে রোগীর ভাই।

তিনি বলেন, ‘রোগীর স্বজনরা বিষয়টি সমাধানের জন্য আমাদের সাথে কথা বলেছে। তারা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ক্ষমা চাইবে বলে জানিয়েছেন। তারা যদি ক্ষমা না চান,তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক