১৭ এপ্রিল, ২০২২ ১২:৩১ পিএম

হিমোফিলিয়ার চিকিৎসায় বিএসএমএমইউতে কম্প্রিহেনসিভ কেয়ার সেন্টার

হিমোফিলিয়ার চিকিৎসায় বিএসএমএমইউতে কম্প্রিহেনসিভ কেয়ার সেন্টার
অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘হিমোফিলিয়া কেয়ার সেন্টার অর্থপেডিক্স সার্জন, ইএনটি সার্জন, জেনারেল সার্জন ও নিউরোলজিস্ট থাকবেন। এ চিকিৎসায় সকলকে নিয়ে কাজ করতে চাই।’

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হিমোফিলিয়া রোগীর চিকিৎসায় ‘হিমোফিলিয়া কম্প্রিহেনসিভ কেয়ার সেন্টার’ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে হেমাটোলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে এ কথা বলেন তিনি।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘হিমোফিলিয়া কেয়ার সেন্টার অর্থপেডিক্স সার্জন, ইএনটি সার্জন, জেনারেল সার্জন ও নিউরোলজিস্ট থাকবেন। এ চিকিৎসায় সকলকে নিয়ে কাজ করতে চাই।’

অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ বলেন, হিমোফিলিয়া প্রধানত বংশগত রোগ। এ রোগে শরীরে আঘাত বা কেটে গেলে রক্ত জমাট বাধা প্রলম্বিত হয়। রোগের তীব্রতা বেশি হলে আঘাত ছাড়াই রক্তপাত হতে পারে এবং অস্থিসন্ধি বা গিরায় বা মাংসপেশীতে বারবার রক্তক্ষরণ হতে পারে। তিনি হিমোফিলিয়া সকল রোগী যাতে সহজে প্রয়োজনীয় প্রাথমিক, জরুরি চিকিৎসা এবং সুলভে ফ্যাক্টর, প্লাজমা এবং অন্যান্য চিকিৎসার উপকরণ পেতে পারেন এবং Multidisciplinary Team এর সমন্বয়ে Comprehensive হিমোফিলিয়া চিকিৎসা কেন্দ্র স্থাপনসহ হিমোফিলিয়া চিকিৎসার সর্বাধুনিক সুবিধাদি সহজলভ্য করার ব্যাপারে সরকারি-বেসরকারি সকল পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন হিমোফিলিয়া রোগসহ নন-কমিউনিকেবল চিকিৎসায় সরকারের উদ্যোগের ঘাটতি নেই বলে জানান।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন হেমাটোলজি বিভাগের রেসিডেন্ট ডা. কাজী ফজলুর রহমান, ডা. ইসমত আরা ইসলাম ও ডা. মো. আমিনুর রহমান। রেসিডেন্ট ডা. নাসরিন আক্তার ও ডা. মেহনাজ আশরফের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিশ্ব হিমোফিলিয়া দিবস
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক