০১ মার্চ, ২০২২ ০২:২২ পিএম

ওষুধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল ইউসুফ

ওষুধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল ইউসুফ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে বিদায় নিয়েছেন মেজর জেনারেল মাহবুবুর রহমান। নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। এর আগে সশস্ত্র বাহিনী ও স্বাস্থ্যসেবা বিভাগে কর্মরত এ দুই কর্মকর্তাকে প্রেষণ পদ থেকে প্রত্যাহরপূর্বক তাদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে পদায়ন করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাঁদের নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো। মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হলো। মেজর জেনারেল ইউসুফকে (এফসিপিএস) ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব ও মন্ত্রিপরিষদ বিভাগকে বলা হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক