০৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৩:২৮ পিএম

বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে বিদায় ডা. অনুপম শীল

বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে বিদায় ডা. অনুপম শীল
কক্সবাজারের মালুমঘাট হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক সাফায়েত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেডিভয়েস রিপোর্ট: দশ দিন আগে মারা যাওয়া বাবা হোমিওপ্যাথিক চিকিৎসক সুরেশ চন্দ্র শীলের শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ডা. অনুপম শীল।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় উপজেলার মালুমঘাট বাজার সংলগ্ন নার্সারি এলাকার এ দুর্ঘটনায় মারা যান তিনি। এ দুর্ঘটনায় ডা. অনুপম ছাড়াও মারা গেছেন তাঁর আরও চার ভাই। তারা হলেন: নিরুপম শীল, দীপক শীল, চম্পক শীল ও রক্তিম শীল।

কক্সবাজারের মালুমঘাট হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক সাফায়েত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের বাবা দশদিন আগে মারা যান। বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য সনাতন ধর্মমতে সুরেশের সাত ছেলে ও এক মেয়ে ভোরবেলা ক্ষৌর কর্ম (মাথার চুল ফেলে দেওয়া) সম্পন্ন করতে হাসিনাপাড়ার তিন রাস্তার মন্দিরে যান। মন্দির থেকে ক্ষৌরকর্ম শেষে বাড়ি ফেরার পথে একসাথে রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় কক্সবাজারমুখী নাম্বার বিহীন একটি পিক-আপ তাদের চাপা দিলে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা যান।

মালুমঘাট এলাকার বাসিন্দা এম আর মাহবুব বলেন, দ্বীপ উপজেলা কুতুবদিয়া হতে মালুমঘাট এসে বসতি গড়ার পর সুরেশ চন্দ্র শীল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সেবা দিতেন। তার ছেলেরা কুতুবদিয়ায় থেকে বাবা-মায়ের কাছে আসা যাওয়া করতো। গত দশদিন আগে ডা. সুরেশ পরলোক গমন করেন। পিতার অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ করতে সন্তানরা পরিবারসহ রিংভং বাবার বাসায় অবস্থান করছিল। সনাতন ধর্মীয় রীতি অনুসারে ভোরে সন্তানরা শ্রাদ্ধ করতে বের হন এবং বাসায় ফেরার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ‘ঘটনাটি চরম হৃদয়বিদারক। পাঁচ সহোদরের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক