১৮ জানুয়ারী, ২০২২ ০৬:৩১ পিএম

‘পূর্ণ সিলেবাসেই মেডিকেলের ভর্তি পরীক্ষা’

‘পূর্ণ সিলেবাসেই মেডিকেলের ভর্তি পরীক্ষা’
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) মেডিভয়েসকে এ তথ্য জানান তিনি।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল-বিডিএস ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে আয়োজনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) মেডিভয়েসকে এ তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এমবিবিএস-বিডিএস সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আমরা চাচ্ছি, সম্পূর্ণ সিলেবাসে ভর্তি পরীক্ষা নিতে। অন্যান্য বছর যেভাবে ভর্তি পরীক্ষা হয়েছে, এ বছরও সেভাবে হবে। তবে এ বিষয়ে আরও বৈঠক অনুষ্ঠিত হবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্যারের অনুমোদন লাগবে।’

অধ্যাপক আবু ইউসুফ বলেন, ‘গত বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তারপরও পুরো সিলেবাসে ভর্তি পরীক্ষা হয়েছে। আর এ বছর পুরো সিলেবাসে ভর্তি পরীক্ষা নিতে কোনো সমস্যা নেই।’

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব মেডিভয়েসকে বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে বা সম্পূর্ণ সিলেবাসে হবে এ বিষয়ে আমরা এখনো চূড়ান্ত সিন্ধান্তে যেতে পারিনি। গতকালের সভায় আয়োজক কমিটির কিছু সদস্য সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি উত্থাপন করেন। তবে অধিকাংশ সদস্য এর বিপক্ষে মত দেন।’

‘কেউ বলেছেন সংক্ষিপ্ত সিলেবাসে হবে, আবার কেউ বলেছেন সম্পূর্ণ সিলেবাসে হবে। যেহেতু আমরা এখনো সিদ্ধান্তে যেতে পারিনি, সেজন্য হয়তো আমাদের আরও একটি সভায় বসে চূড়ান্ত সিদ্ধান্তে পৈাঁছতে হবে।’

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে গেলে পরীক্ষা পিছানো হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত এপ্রিলের এক তারিখই সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় তারিখ পরিবর্তন হলেও হতে পারে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। তখন বাস্তবতাই বলে দিবে কি সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে, সোমবার (১৭ জানুয়ারি) ২০২১-২২ সেশনের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।

এর আগে করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের স্নাতকে ভর্তি পরীক্ষায়ও তা বহাল রাখার বিষয়ে এক অনুষ্ঠানে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক