১৮ জানুয়ারী, ২০২২ ১২:১৭ পিএম

গত ২৪ ঘণ্টায় টিকা নিলেন প্রায় ১৫ লাখ মানুষ

গত ২৪ ঘণ্টায় টিকা নিলেন প্রায় ১৫ লাখ মানুষ
প্রথম ডোজ নেওয়া ১১ লাখ ৮১ হাজার ৩৩৯ জনের মধ্যে পুরুষ পাঁচ লাখ ৬৮ হাজার ৮৭৬ জন ও নারী ছয় লাখ ১২ হাজার ৪৬৩ জন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১৪ লাখ ৭২ হাজার ৫২২ জন করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। তাদের মধ্যে ১১ লাখ ৮১ হাজার ৩৩৯ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং দুই লাখ ৯১ হাজার ১৮৩ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

গতকাল সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, প্রথম ডোজ নেওয়া ১১ লাখ ৮১ হাজার ৩৩৯ জনের মধ্যে পুরুষ পাঁচ লাখ ৬৮ হাজার ৮৭৬ জন ও নারী ছয় লাখ ১২ হাজার ৪৬৩ জন। দ্বিতীয় ডোজ নেওয়া দুই লাখ ৯১ হাজার ১৮৩ জনের মধ্যে পুরুষ এক লাখ ৪৪ হাজার ২৭৬ জন ও নারী এক লাখ ৪৬ হাজার ৯০৭ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা যুক্ত হয়।

গত বছরের ২৭ জানুয়ারি থেকে ২০২২ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা ১৪ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে আট কোটি ৯১ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন প্রথম ডোজ নিয়েছেন এবং পাঁচ কোটি ৭০ লাখ ২০ হাজার ৮৩৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এ ছাড়া সাত লাখ ৪১ হাজার ২৬৫ জন বুস্টার ডোজ নিয়েছেন।


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক