১৪ জানুয়ারী, ২০২২ ১১:৫৭ এএম

ঢাকা ডেন্টালে সপ্তাহব্যাপী ব্যতিক্রমী স্পোর্টস অ্যান্ড কালচারাল আয়োজন

ঢাকা ডেন্টালে সপ্তাহব্যাপী ব্যতিক্রমী স্পোর্টস অ্যান্ড কালচারাল আয়োজন
নতুন আঙ্গিকে শুরু হওয়া এ আয়োজন প্রতিবছর পালিত হবে বলে আশ্বস্ত করেন অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজে হয়ে গেলো স্পোর্টস এন্ড কালচারাল অনুষ্ঠান। ‘স্পোর্টস এন্ড কালচারাল উইক ২০২২’ শিরোনামে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী এ আয়োজনের সমাপনী দিন ছিল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি)।

পুরো আয়োজন জাঁকজমকপূর্ণ হলেও সমাপনী দিনটি ছিল আরও বর্ণিল। ছাত্র, শিক্ষক ও চিকিৎসক সকলের কাছেই অনুষ্ঠানটি ছিল ইতিবাচকতায় পূর্ণ। সাংস্কৃতিক অনুষ্ঠান (বিভিন্ন ইভেন্টে প্রথম স্থানকারীদের নিয়ে) ও র‌্যাফেল ড্র সমাপনী দিনকে আরো প্রাণবন্ত করে তোলে। 

সমাপনী দিবসের অনুষ্ঠানে ঢাকা ডেন্টালের অধ্যক্ষ, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের সুপ্ত প্রতিভা প্রকাশ করতে পারছে, তারা শিক্ষকদের সাথে আয়োজনে অংশ গ্রহণ করতে পারছে, যার ফলে ছাত্র-শিক্ষক সম্পর্ক অটুট থাকছে।’

তিনি আরও বলেন, মানসিক প্রাশান্তি ও সতেজতার জন্য এ ধরনের কো-কারিকুলাম কার্যক্রম ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। এমনিতেই সারা বছরের পড়াশোনায় ছাত্র-ছাত্রীরা ব্যস্ত থাকে, আর ব্যস্ততাকে কাটিয়ে তুলতে খেলাধুলা ও কালচারাল প্রোগ্রামের কোনো বিকল্প নেই। 

নতুন আঙ্গিকে শুরু হওয়া এ আয়োজন প্রতিবছর পালিত হবে বলে আশ্বস্ত করেন অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।
  
এর আগে গত ৮ জানুয়ারি কেক কেটে এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা ডেন্টালের অধ্যক্ষ। 

পুরো সপ্তাহ ছাত্র-শিক্ষক, চিকিৎসকদের এক মিলন মেলায় পরিণত হয়েছিল। ব্যতিক্রমী এ আয়োজন ছিল দুটি প্রধান অংশে বিভক্ত।

যথা: ১. স্পোর্টস ও ২. কালচারাল।

স্পোর্টস ইভেন্ট

স্পোর্টসে মোট ইভেন্ট ছিল ৭টি। এসব ইভেন্টে প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। কালচারের প্রত্যক ইভেন্ট থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে পুরস্কৃত করা হয়। 

স্পোর্টস ৭টি ইভেন্টকে আবার ৩টি গ্রুপে বিভক্ত করা হয়। 

ক. ছাত্র, খ. ডাক্তার এবং গ. ছাত্রী+মেয়ে ডাক্তার। 

ইভেন্টসমূহ 

১. ব্যাডমিন্টন, ২. টেবিল টেনিস, ৩. ক্যারম ও ৪. দাবা।  

৫. কার্ড

ক. ইন্টারন্যাশনাল ব্রিজ ও খ. কল ব্রিজ। 

৬. ডার্ট,

৭. লুডু। 

কালচারাল ইভেন্ট: ১৬টি ইভেন্টে প্রায় ১৮০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।

ইভেন্টসমূহ: ১. আবৃত্তি. ২. রবীন্দ্র সংগীত, ৩. নজরুল সংগীত, ৪. পল্লী গীতি ও লোকজ, ৫. আধুনিক গান, ৬. দেশাত্মবোধক গান, ৭. উপস্থিত বক্তৃতা, ৮. কৌতুক, ৯. উপস্থিত অভিনয়, ১০. নাটিকা, ১১. এক নৃত্য ও ১২. দ্বৈত নৃত্য। 

চিকিৎসকদের জন্য: ১. গান, ২. আবৃত্তি ও ৩. দ্বৈত নৃত্য।  

শিক্ষকদের জন্য: ১. গান, ২. আবৃত্তি ও ৩. দ্বৈত নৃত্য।

স্পোর্টসে সেরাদের সেরা (সর্বাধিক পুরস্কার) হয় ডি-৫৪ ব্যাচের নাহিদ ইসলাম সৈকত এবং কালচারালে সেরাদের সেরা হয় মো. রিপন আলী, ডি-৫৬ ব্যাচ।

ঢাকা ডেন্টাল কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিমনা অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুলের দিক নিদর্শনায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত