২৬ ডিসেম্বর, ২০২১ ০৮:০১ পিএম

ফাইনাল প্রফে বসতে পারবেন তৃতীয় প্রফের সাপ্লিমেন্টারি শিক্ষার্থীরা

ফাইনাল প্রফে বসতে পারবেন তৃতীয় প্রফের সাপ্লিমেন্টারি শিক্ষার্থীরা
তৃতীয় প্রফের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলের জন্য আটকে থাকা ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ফাইনাল প্রফে বসতে পারবেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনের মেডিকেল কলেজগুলোর ২০২১ সনের মে ও জুলাইয়ের (নতুন এবং পুরাতন সিলেবাস) এমবিবিএস ফাইনাল প্রফের ফরম ফিলাপের সময় আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে তৃতীয় প্রফের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলের জন্য আটকে থাকা ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফাইনাল প্রফে অংশগ্রহণের বিষয়ে আর কোনো শঙ্কাই থাকলো না।  

আজ রোববার (২৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২১ ডিসেম্বর তৃতীয় প্রফের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

নোটিসে বলা হয়, ‘২০২১ সনের মে ও জুলাই (নতুন ও পুরাতন কারিকুলাম) মাসের ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষার ফরম পূরণের সময় ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।’

এর ফলে তৃতীয় প্রফের সাপ্লিমেন্টারি শিক্ষার্থীদের ফাইনাল প্রফে বসা নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে জানিয়ে ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে বলেন, ‘তৃতীয় প্রফের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরা ফাইনাল প্রফে অংশ গ্রহণ করতে পারবে। যদি তাদের মেডিকেল কলেজের অভ্যন্তরীণ বিষয়, যেমন: উপস্থিতি পার্সেন্টিজ, আইটেম—এগুলো যদি ক্লিয়ার থাকে এবং কলেজ কর্তৃপক্ষ যদি তাদের অনুমতি দেয়, তবে কোনো সমস্য নেই। তাদের ফাইনাল প্রফে অংশ গ্রহণে এখন আর কোনো বাধা নেই।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে মেডিকেল কলেজগুলোর এমবিবিএস তৃতীয় প্রফের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশিত না হওয়ায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অসংখ্য শিক্ষার্থীর ফাইনাল প্রফে বসা অনিশ্চিত হয়ে পড়ে।

এ অবস্থায় তৃতীয় প্রফের পরীক্ষার ফল প্রকাশ করে তাদের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে ঢাবি ডিনকে পাঠানো এক আবেদনে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থী। আমরা ফাইনাল পেশাগত পরীক্ষার জন্য ওয়ার্ড, ব্লক এবং এসেসমেন্টে উর্ত্তীণ হয়ে আছি। কিন্তু তৃতীয় পেশাগত পরীক্ষার এক বা দুই বিষয়ে রি-সাপ্লিমেন্টারির ফলাফলের জন্য ফাইনাল পেশাগত পরীক্ষায় বসতে পারছি না।’

এর পরিপ্রেক্ষিতে ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে বলেছিলেন, ‘আমরা এই মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করবো।’ এ সময় ফ্যাকাল্টিদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের দাবির বিষয়েও কথা বলবেন বলেও জানান তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক