১৪ ডিসেম্বর, ২০২১ ০৪:৫৫ পিএম
বিএসএমএমইউর নন-রেসিডেন্ট শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান আগামীকাল

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধিভুক্ত ইনস্টিটিউটগুলোতে নন-রেসিডেন্সি (ডিপ্লোমা-এমফিল) কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে আগামী ১৫ ডিসেম্বর।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার।
তিনি বলেন, আগামীকাল বিএসএমএমইউর এ ব্লক অডিটোরিয়ামে নন-রেসিডেন্সি কোর্সের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এতে সভাপত্তিত্ব করবেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
স্বাস্থ্য খাতের সংস্কার প্রতিবেদনে সুপারিশ
রোগী থেকে সরাসরি টাকা গ্রহণ নয়, চিকিৎসক হবেন বেতনভুক্ত কর্মচারী
এই বিভাগের সর্বাধিক পঠিত
