১৩ ডিসেম্বর, ২০২১ ০৩:২৫ পিএম

অমিক্রনের বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

অমিক্রনের বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
করোনার নতুন ধরন অমিক্রনের বিষয়ে প্রধানমন্ত্রীর সতর্ক বার্তা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহমারী করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষ মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজকে বিশেষ করে অমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই কেয়ারফুল (সতর্ক) থাকতে বলা হয়েছে। আপনারা জানেন এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে।’

বুস্টার ডোজের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সকলকে অমিক্রন সংক্রমণে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজের জন্য একটা সুপারিশ করছে, সেটা আমাদের দেশে প্রয়োগের বিষয়েও চিন্তা-ভাবনা করা হচ্ছে, কীভাবে বুস্টার ডোজটা দেওয়া যায় তা ভাবা হচ্ছে।’

নিজের যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমি যেহেতু আমেরিকা থেকে এসেছি, ফ্রান্সেও আমাকে বুস্টার ডোজের কথা বলেছে। আমি বলছি, এটা আমি দেশে গিয়ে দেখব। এ বিষয়েও কারিগরি কমিটি ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেয়া হয়েছে। যাতে রেডি থাকে, বুস্টার ডোজ ফ্রি নাকি ফি দিয়ে দেয়া হবে- এ জিনিসগুলো ওনারা আলোচনা করে একটা নীতিমালা ঠিক করবেন।’

দেশে অমিক্রন শনাক্তের বিষয়ে তিনি বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে দুজন শনাক্ত হয়েছেন, দুজনই হচ্ছেন ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ডের একটা সুবিধা রয়েছে, তাদের সাথে সোনারগাঁও হোটেলের একটা চুক্তি আছে। সোনারগাঁওয়ের একটা ফ্লোরের একটা অংশ সম্পূর্ণ বায়ো বাবল হিসেবে রেখে দিয়েছে। সেজন্য যেসব খেলোয়াড়রা বাইরে থেকে আসে তারা বিমানবন্দর থেকে সরাসরি বায়ো বাবলে ঢুকে যায়, সেখানে টেস্ট হয়।  সবার মধ্যে যে দুজনের ধরা পড়েছে, তারা পরিবার বা কারো সংস্পর্শে আসার কোনো সুযোগ পায়নি। বিমানবন্দর থেকে সরাসরি বায়ো বাবলের মধ্যে চলে গেছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক