১৭ অক্টোবর, ২০২১ ০১:০৩ পিএম

চিকিৎসক-কর্মকর্তাদের স্বাস্থ্যসেবায় বিএসএমএমইউতে হেলথ কার্ড চালু

চিকিৎসক-কর্মকর্তাদের স্বাস্থ্যসেবায় বিএসএমএমইউতে হেলথ কার্ড চালু
হেলথ কার্ডের উদ্বোধন ঘোষণা করেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। ছবি: সোহেল গাজী ও মো. আরিফ খান।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কর্মচারীদের স্বাস্থ্য সেবায় প্রতিষ্ঠার ২৩ বছর পর প্রথমবারের মতো চিকিৎসাসেবা বই বা হেলথ কার্ডের উদ্বোধন করেছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

আজ রোববার (১৭ অক্টোবর) সকালে বিএসএমএমইউর ‘এ’ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এ কার্ডের শুভ উদ্ধোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল ও বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার প্রমুখ।

প্রশান্ত মজুমদার বলেন, ‘বিএসএমএমইউতে কর্মরতদের দীর্ঘ দিনের একটি দাবি পূরণ হয়েছে এই হেলথ কার্ড পাওয়ায়। হেলথ কার্ডের মাধ্যমে এই প্রতিষ্ঠানে কর্মরতদের পরিবারের সদস্যবৃন্দ অর্থাৎ মা-বাবা, স্বামী- স্ত্রী, সন্তানরা নিয়ম অনুযায়ী চিকিৎসাসেবা পাবেন।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক