সাতক্ষীরা মেডিকেলের ইচিপ সভাপতি ডা. সুমন, সম্পাদক ডা. রসিফ

মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) ২০২১-২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডা. সুমন কুমার শীল ও ডা. রসিফুর রহমান।
শনিবার (৩১ জুলাই) সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই-খুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইন্টার্ন চিকিৎসক পরিষদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ২০২১-২০২২ নিম্নোক্ত কমিটি অনুমোদন করা হলো।’
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. নাজমুস সাকিব চৌধুরী, ডা. আলতাফ হোসেন, ডা. ফারিহা তাবাসসুম আরুশা, সাইফুল ইসলাম শাওন ও ডা. আরাফাত আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে কাজ করবেন ডা. সাদিয়া জামান ঐশী, ডা. পল্লব রায়, ডা. আলবী খান ও ডা. কাজী সুমাইয়া ইসলাম।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. আল মাহমুদ, ডা. মীর সাজিদ শফিক, ডা. মহিবুল ইসলাম ও ডা. সজীব মোদক। এছাড়া প্রচার সম্পাদক ডা. শামছুন নাহার কনিকা, দপ্তর সম্পাদক ডা. মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক ডা. সানজিদা মিতু, ক্রীড়া সম্পাদক ডা. সাইফুল ইসলাম রাফিন, সাংস্কৃতিক সম্পাদক ওজস্বিনী চাকমা, সমাজসেবা সম্পাদক ডা. জারিফা তাহসিন, সেমিনার বিষয়ক সম্পাদক ডা. নওশীন আতিয়া ইতু ও আপ্যায়ন সম্পাদক ডা. ইসরাত জাহান রুমা। কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ডা. একেএম মাজহারুল আলম, ডা. কামরান আশরাফ, ডা. আনিকা মেহতাজ, ডা. আয়েশা সিদ্দিকা, ডা. মিথিলা জামান প্রমা, ডা. সাদিয়া আলম সোঁজুতি।
এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ইচিপের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. ইমরান হোসেন, ডা. নিউটন হালদার, ডা. কাওছার আহম্মেদ অনিক, ডা. আরিফ ফয়সাল, ডা. মো. জসিম উদ্দিন ও ডা. রাফিজুর রহমান।
সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ডা. রসিফুর রহমান মেডিভয়েসকে বলেন, খুলনা বিভাগের করোনায় মোকাবিলায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অবদান অন্যতম। এর পেছনে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন চিকিৎসকরা। এক্ষেত্র ইন্টার্ন চিকিৎসকদের অবদান অনস্বীকার্য। ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা ও অধিকার আদায়ে কাজ করবে আমাদের এই কমিটি।
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১৩ সেপ্টেম্বর, ২০২৩
-
৩০ নভেম্বর, ২০২২
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
০৩ অগাস্ট, ২০২১
-
০১ অগাস্ট, ২০২১
-
০৬ জুলাই, ২০২১

দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের কর্মশালা
আসক্তি ভুলে তরুণদের ক্যারিয়ার গঠনে মনোযোগের আহ্বান
দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের কর্মশালা
আসক্তি ভুলে তরুণদের ক্যারিয়ার গঠনে মনোযোগের আহ্বান
