স্থগিত সিনিয়র স্টাফ নার্স নিয়োগের মৌখিক পরীক্ষার সময় প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: আগামী ২৭ আগস্ট থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে স্থগিত সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা। আগামী ২৭ ও ২৮ আগস্ট এই দুই দিন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার (১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।
গত ২৬ জুন ও তিন জুলাই মৌখিক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
এতে বলা হয়েছে, ‘যোগ্য রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের বিপিএসসি ফরম-৫ প্রাথমিক বাছাইয়ে যোগ্য বিবেচিত হলেও চূড়ান্ত বৈধতা নিশ্চিত করে না। কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।’
সাময়িকভাবে যৌগ্য প্রার্থীদের কাগজপত্র’র এক সেট মূলকপি, এক সেট সত্যায়িত ফটোকপিসহ অন্যান্য কাগজপত্র মৌখিক পরীক্ষা বোর্ডে আধা ঘণ্টা (৩০ মিনিট) পূর্বে জমা দিতে হবে।

দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের কর্মশালা
আসক্তি ভুলে তরুণদের ক্যারিয়ার গঠনে মনোযোগের আহ্বান
দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের কর্মশালা
আসক্তি ভুলে তরুণদের ক্যারিয়ার গঠনে মনোযোগের আহ্বান
