৩০ জুলাই, ২০২১ ১২:১৮ পিএম

রামেবির উপাচার্য ডা. মাসুম হাবিব আর নেই

রামেবির উপাচার্য ডা. মাসুম হাবিব আর নেই
অধ্যাপক ডা. মাসুম হাবিব। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) সাবেক প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

ডা. মাসুম হাবিব রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে রামেবি প্রতিষ্ঠিত হলে তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে ২০২১ সালের ২৯ এপ্রিল পর্যন্ত তিনি উপাচার্যর দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মাসুম হাবিবের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিএমএ।

ডা. মাসুম হাবিবের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক