০৮ জুলাই, ২০২১ ১১:৪৬ এএম

করোনায় আক্রান্ত কর্মীদের সেবায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিম

করোনায় আক্রান্ত কর্মীদের সেবায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সেবায় টিম গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য নিম্নরুপভাবে কুইক রেসপন্স টিম পুনর্গঠন করা হলো।’

টিমের লিডার নির্বাচন হয়েছেন প্রশাসন অধিশাখার অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার। এছাড়া আটজনকে টিমের সদস্য করা হয়েছে।

টিমের কার্যপরিধি:

১. স্বাস্থ্য সেবা বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারী করোনায় আক্রান্ত হলে, উক্ত টিম তার বা তার পরিবারের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে ঔষধ ও চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

২. করোনায় আক্রান্তদের তথ্য সংগ্রহপূর্বক প্রতিবেদন আকারে অতিরিক্ত সচিব (প্রশাসন অধিশাখা)-এর নিকট দাখিল করবেন।

৩. কমিটি প্রয়োজন অনুসারে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক