১১ মে, ২০২১ ১১:৫০ এএম

ফাইনাল প্রফ পরীক্ষা পেছাচ্ছে, কোনো সন্দেহ নাই: ঢাবি ডিন

ফাইনাল প্রফ পরীক্ষা পেছাচ্ছে, কোনো সন্দেহ নাই: ঢাবি ডিন
ছবি: সংগৃহীত

মো. মনির উদ্দিন: এমবিবিএস চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা পেছানো সংক্রান্ত নোটিস দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।

আজ মঙ্গলবার (১১ মে) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি। 

ডা. শাহরিয়ার নবী বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রক অফিস বন্ধ হয়ে যাওয়ায়, সংকটটি দেখা দিয়েছে। এ নিয়ে গতকালও (রোববার) পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছি। এখন আমার অফিস থেকে চিঠিটা পাঠানোর চেষ্টা করছি। মেইলে অধ্যক্ষগণের কাছে আমার উদ্ধৃতি দিয়ে চিঠিটা পাঠানো হবে। আমার অফিসও বন্ধ। আশা করি, আজকে চিঠি চলে যাবে। আজ যদি না যায়, তাহলে আগামীকাল যেভাবেই হোক ব্যবস্থা করা হবে।’

তাহলে আগামী ৩০ মে পরীক্ষা হচ্ছে না—বিষয়টি নিশ্চিত কিনা, এমন প্রশ্নের জবাবে ঢাবি মেডিসিন অনুষদের ডিন বলেন, ‘এতে কোনো সন্দেহ নাই।’

এর আগে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার প্রেক্ষাপটে ফাইনাল প্রফ পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা খবর প্রকাশ পেতে থাকে।

এর পরিপ্রেক্ষিতে গত ৮ মে ঢাবি মেডিসিন অনুষদের সঙ্গে যোগাযোগ করা হয়। জানতে চাইলে মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী মেডিভয়েসকে বলেন, করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা এক মাসের জন্য পিছিয়ে যাচ্ছে।

আগের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ মে শুরু হতে হওয়া এ লিখিত পরীক্ষা জুনের ১০ তারিখ পর্যন্ত চলার কথা ছিল।

ডা. শাহরিয়ার নবী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার (৬ মে) আমার কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা এসেছে। সেখানে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে যেহেতু ভারত ও নেপালের শিক্ষার্থীরা আটকে গেছে, এ অবস্থায় আগামী ৩০ মে অনুষ্ঠেয় চূড়ান্ত পেশাগত পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হোক। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা এক মাস পিছিয়ে যাচ্ছে।’

পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেতে ভারত-নেপালের শিক্ষার্থীদের আবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা অনুমতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল। কিন্তু মন্ত্রণালয় তাদের সে সুযোগ দিচ্ছে না। যেহেতু ভারত হয়ে আসলে কোয়ারেন্টাইনের একটি বিষয় অনিবার্য হয়ে দাঁড়ায়। তাদের মাধ্যমে বাংলাদেশে একটি সংকট তৈরি হতে পারে। সেজন্য তারা অনুমতি দেবে না। ঝুঁকি বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া এ সিদ্ধান্ত নিঃসন্দেহে সঠিক ও সময়োচিত। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করার অনুরোধ করে তারা। বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে পরীক্ষা এক মাস পেছানোর কথা বলেছে।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি এ ব্যাপারে অবগত আছেন। যেহেতু মন্ত্রণালয়ের নির্দেশ, তাই আপাতত পরীক্ষা স্থগিত করে নতুন শিডিউলের ব্যবস্থা করতে বলেছেন তিনি।’

করোনা ধাক্কায় এ নিয়ে তৃতীয় দফায় পিছিয়ে গেলো চিকিৎসক হওয়ার চূড়ান্ত পেশাগত পরীক্ষা।

মেডিকেলগুলোতে ঢাবি থেকে পরীক্ষা পেছানো সংক্রান্ত কোনো নোটিস গেছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকাল রোববার (৯ মে) মেডিসিন অনুষদ থেকে তাঁকে একটি চিঠি দেওয়া হবে। তিনি মন্ত্রণালয়ের চিঠি কোড করে নোটিস করবেন। শুক্র, শনি কর্মদিবস না হওয়ায় আজকে করা যাচ্ছে না।’

তবে এ ঘোষণার তিন দিন পরও ঢাবি থেকে কোনো নোটিস না পাওয়ায় মেডিকেল শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।

প্রসঙ্গত, সংক্রমণ বেড়ে যাওয়ায় এর আগে গত ৩ মার্চ এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দ্বিতীয় দফায় স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

ঢাবির চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এ সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মেডিকেল কলেজের ৪ এপ্রিল-২০২১ থেকে অনুষ্ঠিতব্য ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি ২০২১ পরীক্ষা কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি জানানো হবে।’

তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে ও নভেম্বর-২০২০ অনুষ্ঠিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিবধি মেনে যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফাইনাল প্রফ পরীক্ষা
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক