করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৯

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ৯৮১ জন।
আজ শুক্রবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৫ জনের মধ্যে পুরুষ ১০ ও নারী পাঁচ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২০০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮৪৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ৩০ হাজার ২৭৪টি। পরীক্ষায় আরও ৬১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৩০ হাজার ৮৯০ জন।
এ সময়ে সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪৮৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট চার লাখ ৭৫ হাজার ৫৬১ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার চার দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য চার শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ৪৭ জন (৭৫ দশমিক ৭৭ ভাগ) ও নারী এক হাজার ৯৩৪ জন (২৪ দশমিক ২৩ ভাগ)।
-
২৩ ঘন্টা আগে
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
করোনা পরিস্থিতিতে আয়োজনে ভিন্নতা
এসওএসবির জাতীয় সেমিনার ৬-৮ মার্চ
-
২৫ ফেব্রুয়ারী, ২০২১
