‘ক্ষতিপূরণ পাওয়া ৩১ জনের একজন চিকিৎসক’

মেডিভয়েস রিপোর্ট: করোনায় প্রাণ হারানো প্রজাতন্ত্রের ৩১ কর্মকর্তা ক্ষতিপূরণ পেয়েছেন জানিয়ে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড ও বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী জানিয়েছেন, এর মধ্যে মাত্র একজন চিকিৎসক রয়েছেন।
আজ সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘কোভিড-১৯ স্বাস্থ্য বুলেটিন-২০২০’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি কোড করে অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘তিনি বলেছেন, দেশের স্বাধীনতার জন্য চিকিৎসকরা এত বেশি শাহাদাৎবরণ করেছেন যা আর কোনো একক পেশার মানুষ করেননি। এবার কোভিড কালেও তাই হয়েছে। একক পেশা হিসেবে চিকিৎসকরাই অধিক মৃত্যুবরণ করেছেন। তবুও ক্ষতিপূরণের ক্ষেত্রে ৩১ জনের মধ্যে মাত্র একজন চিকিৎসক রয়েছেন। বাকিরা আমলা ও প্রজাতন্ত্রের অন্যান্য শাখার লোকজন।’
এ সময় সরকারের আমলা ও প্রশাসনের লোকদের কথা বলার মাধ্যমে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে খুশি করার প্রয়াস বাদ দিয়ে মন্ত্রী ও রাজনীতিবিদদের সহযোগিতা করার অহ্বান জানান প্রবীণ এই চিকিৎসক।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আলী নূর প্রমুখ।
