‘এ পোস্ট যেন না হয় শেষ লেখা’

সোশ্যাল মিডিয়া ডেস্ক: গত কয়েক দিন ধরেই অধ্যাপক ডা. আজিজুল হককে নিয়ে দুঃস্বপ্ন দেখছিলেন স্বজনেরা। এর বর্ণনা দিয়ে গত আট জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে মর্মস্পর্শী এক পোস্ট দেন তিনি।
মেডিভয়েস পাঠকদের জন্য ওই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
পোস্টে তিনি বলেন, ‘আজ আমি ভীষণ ভীষণ কষ্টে আছি, প্রিয়তমা স্ত্রী আমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছিল দুদিন আগে। মুরুব্বি আপনজন দুঃস্বপ্ন দেখেছিলেন আমাকে নিয়ে এবং কাল সতর্ক করেছিলেন। বন্ধুরা দোয়া করিও, এ পোস্ট যেন না হয় শেষ লেখা এ টাইমলাইনে।’
এর চারদিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন অমায়িক ব্যবহারের এ মানুষটি।
প্রসঙ্গত, বুধবার (১৩ জানুয়ারি) করোনানারি আর্টারি বাইপাস গ্রাফটিং (CABG) অপারেশন পরবর্তী জটিলতায় রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাস্পাতালে ইন্তেকাল করেন অধ্যাপক ডা. আজিজুল হক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. আজিজুল হক ছিলেন ঢামেক ৩৬ ব্যাচের শিক্ষার্থী।
তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের রেস্পিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
-
২৮ ফেব্রুয়ারী, ২০২১
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৪ ফেব্রুয়ারী, ২০২১
-
১৯ ফেব্রুয়ারী, ২০২১
-
১৪ ফেব্রুয়ারী, ২০২১
-
১৩ ফেব্রুয়ারী, ২০২১
-
০৫ ফেব্রুয়ারী, ২০২১
-
০৫ ফেব্রুয়ারী, ২০২১
