২৩ নভেম্বর, ২০২০ ০৬:৪৫ পিএম

বিএসএমএমইউর দুই সাব-স্পেশালিটিতে পাঁচ চিকিৎসকের যোগদান

বিএসএমএমইউর দুই সাব-স্পেশালিটিতে পাঁচ চিকিৎসকের যোগদান

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জুলাই ২০২০ শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজি অ্যান্ড ইনফার্টিলিটি এবং গাইনিকোলোজিক্যাল অনকোলোজি কোর্সে পাঁচজন সরকারি চিকিৎসক যোগদান করেছেন।

আজ সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্টার ডা. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, জুলাই ২০২০ শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজি অ্যান্ড ইনফার্টিলিটি এবং গাইনিকোলোজিক্যাল অনকোলোজি বিষয়ে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্বাচিত সরকারি চিকিৎসকদের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পাঁচজন চিকিৎসক সার্জারি অনুষদে যোগদান করেছেন। 

তারা হলেন, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলোজি অ্যান্ড ইনফার্টিলিটি ডা. সাদিয়া আফরিন মুনমুন, ডা. মাহমুদা ইয়াসমীন ও ড. নিঘাত সুলতানা এবং গাইনিকোলোজিক্যাল অনকোলোজি বিষয়ে ড. খন্দকার তাফরিহা রহমান ও ডা. রেজওয়ানা শারমিন। 

►আদেশটি দেখতে ক্লিক করুন

  এই বিভাগের সর্বাধিক পঠিত