১০ অক্টোবর, ২০২০ ০৩:২৫ পিএম

চট্টগ্রামে রোগীর স্বজনদের হামলায় চিকিৎসক আহত

চট্টগ্রামে রোগীর স্বজনদের হামলায় চিকিৎসক আহত

মেডিভয়েস রিপোর্ট: পানিতে ডুবে মারা যাওয়া শিশুকে মৃত ঘোষণা করায় চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিয়া উদ্দিন মো. সাকিবের উপর হামলা করেছে মৃতের স্বজনেরা। শুক্রবার (৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। 

আহত চিকিৎসক সাকিব পটিয়া উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় চট্টগ্রামের পটিয়া থানায় গতকাল একটি মামলা দায়ের করেছেন বলে মেডিভয়েসকে  নিশ্চিত করেছেন তিনি।

ডা. সাকিবের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসকরা। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বিচারের দাবিতে মানবন্ধন করেছে। এছাড়া বিএসএমএমইউর চিকিৎসক কবির হোসেনসহ বেশ কয়েকজন চিকিৎসক ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘটনার বিচার দাবি করেছেন।

জানা যায়, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বড়লিয়া ইউনিয়নের ওকন্যারা গ্রামের ইমরান হোসনের দেড় বছর বয়সী ছেলে জুবায়েরকে পুকুর থেকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ইসিজি করে মৃত ঘোষণা করেন। পরে শিশুটিকে স্বজনরা বাড়িতে নিয়ে যায়। শিশুটিকে বাড়িতে নেওয়ার পর কে বা কারা বলতে শুরু করে শিশুটি এখনও বেঁচে আছে। হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার প্রায় ঘণ্টা পর স্বজনরা শিশুটিকে বেঁচে আছে বলে আবারও হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে আবারও মৃত ঘোষণা করেন। এ সময় পূর্বে ভুল চিকিৎসার অভিযোগ এনে শিশুর স্বজনরা আরও ৪০-৪৫ জন লোক নিয়ে এসে চিকিৎসককে মারধর ও হাসপাতালে ভাঙচুর চালায়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাবেদ বলেন, পানিতে ডুবে মারা যাওয়া শিশুটি বেঁচে আছে এমন অভিযোগ এনে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসারের উপর হামলা করেছে শিশুর স্বজনরা। এই হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

২৭তম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিবস 

স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনাই হোক বিশ্ববিদ্যালয় দিবসের অঙ্গীকার

স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘অসাধ্য সাধন’

অস্ত্রোপচারের পর সুস্থ মাথা জোড়া লাগানো রাবেয়া-রোকেয়া

২৭তম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিবস 

স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনাই হোক বিশ্ববিদ্যালয় দিবসের অঙ্গীকার

স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘অসাধ্য সাধন’

অস্ত্রোপচারের পর সুস্থ মাথা জোড়া লাগানো রাবেয়া-রোকেয়া

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক