এমবিবিএস চূড়ান্ত পর্বের পরীক্ষার্থীদের প্রস্তুতির নির্দেশ

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এমবিবিএস ও বিডিএস কোর্সের মে এবং জুলাই-২০২০ পর্বের চূড়ান্ত পর্বের পরীক্ষা আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতে হবে। সে অনুযায়ী পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া মে এবং জুলাই-২০২০ চূড়ান্ত পর্বের অনিয়মিত পরীক্ষা আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহ বা নিকটবর্তী সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এ অবস্থায় মেডিকেল কলেজসমূহের অনিয়মিত পরীক্ষার্থীদের আবাসনে ব্যবস্থাগ্রহণ ও পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় এমবিবিএস ও বিডিএস কোর্সের অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি গাইডলাইন ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রত্যেককে তা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
-
১০ জানুয়ারী, ২০২১
মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের পরীক্ষা
সংক্রমিতদের মৌখিক পরীক্ষায় নমনীয় মেডিকেলগুলো
-
৩১ ডিসেম্বর, ২০২০
-
২১ ডিসেম্বর, ২০২০
মেডিকেল শিক্ষা
‘সাবজেক্টিভ সিস্টেমের সত্তর ভাগই কাজে লাগে না’
-
১৭ ডিসেম্বর, ২০২০
-
০২ ডিসেম্বর, ২০২০
এমবিবিএসের ভুয়া রেজিস্ট্রেশন প্রদান
বিএমডিসি রেজিস্ট্রারসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
-
০৮ নভেম্বর, ২০২০
-
২৪ অক্টোবর, ২০২০
-
১৫ অক্টোবর, ২০২০
-
২৪ সেপ্টেম্বর, ২০২০
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা
অতিরিক্ত বেতন নিচ্ছে একাধিক বেসরকারি মেডিকেল
-
২০ সেপ্টেম্বর, ২০২০
