২৩ অগাস্ট, ২০২০ ১১:৫৬ এএম

বিএসএমএমইউ করোনা সেন্টারে দেড় হাজার রোগীর চিকিৎসা সেবা

বিএসএমএমইউ করোনা সেন্টারে দেড় হাজার রোগীর চিকিৎসা সেবা

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা সেন্টারে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত প্রায় দেড় হাজার রোগী (১৪৯৮ জন) চিকিৎসাসেবা নিয়েছেন। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখানে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন ৯৩৬ জন রোগী, যাদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬২৭ জন রোগী। আর বর্তমানে ভর্তি আছেন ২০৫ জন রোগী।

রবিবার (২৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও রোগীদের ফলোআপ চিকিৎসা’ সংক্রান্ত এক সভায় এসব তথ্য জানানো হয়েছে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩৭০ শয্যার করোনা সেন্টারে গত ৪ জুলাই থেকে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়। শুরু থেকে আজ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ৪৯৮ জন চিকিৎসাসেবা নিয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬২৭ জন রোগী। আর বর্তমানে ভর্তি আছেন ২০৫ জন রোগী। করোনা সেন্টারে ২৪ ঘণ্টাই চিকিৎসাসেবা প্রদান ও রোগী ভর্তি কার্যক্রম চালু রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই করোনাভাইরাস মোকাবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে বর্তমান প্রশাসন প্রস্তুতি গ্রহণ করে। সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন, হ্যান্ডবুক প্রকাশ, আলাদাভাবে বেতার ভবনে ফিভার ক্লিনিক চালু, বিশেষজ্ঞ হেলথ লাইন সেবা চালু, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান, ভাইরাসটি শনাক্তকরণে বেতার ভবনে ল্যাবরেটরি চালু, রোগীদের সুবিধার্থে ভাইরাসটি শনাক্তকরণের সেবা কার্যক্রম অনলাইনের মাধ্যমে প্রদানের ব্যবস্থা, অত্র বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও ইনডোরসেবা কার্যক্রম চালু রাখা, সরকারি ছুটির দিনগুলোতেও ফিভার ক্লিনিক  ও করোনাভাইরাস ল্যাবরেটরির সেবা কার্যক্রম অব্যাহত রাখা সহ বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করা হয়।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত