১৮ অগাস্ট, ২০২০ ১০:২৯ এএম

লৌহজংয়ে বিডিএফ স্টুডেন্টস উইংয়ের স্যানিটারী ন্যাপকিন বিতরণ

লৌহজংয়ে বিডিএফ স্টুডেন্টস উইংয়ের স্যানিটারী ন্যাপকিন বিতরণ

মেডিভয়েস রিপোর্ট: মুন্সীগঞ্জের লৌহজংয়ে বন্যা কবলিত এলাকায় স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) স্টুডেন্টস উইং, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ শাখার সদস্যরা। 

সোমবার (১৭ আগস্ট) পদ্মা তীরবর্তী তেউটিয়া এলাকায় নারীদের মধ্যে এ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন শিক্ষার্থীরা।  

এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, বন্যা কবলিত ওই এলাকার কিশোরী, মা-বোনেরা কীভাবে নিজেদের যত্ন নিচ্ছে তা কল্পনাতীত। তাদের স্বাস্থ্যের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আজকের সুস্থ নারী আগামী দিনের ভবিষ্যৎ। সব সময় ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হলেও তাঁদের শারীরিক অবস্থার কথা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না।

এ অবস্থায় বিডিএফ স্টুডেন্টস উইং, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ শাখার সদস্যরা তাদের সুস্বাস্থ্যের কথা ভেবে স্যানিটারী ন্যাপকিন বিতরণের উদ্যোগ নিয়েছিল। মাত্র তিন দিনের প্রস্তুতিতে বন্যার্ত এলাকায় ৬২ জন নারী ও কিশোরীকে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হয়েছে।

এ মহতী উদ্যোগে আদ-দ্বীন উইমেন্স হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট সাহায্য করেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সূত্রে জানা গেছে, করেনাকালীন সময়ে কমিটির সদস্যরা একেক জন একেক জায়গায় অবস্থানের কারণে সরেজমিনে উপস্থিত থাকতে পারেননি। ফলে কমিটির সভাপতি মুমতাহিনা খেয়ার দায়িত্বে এই কর্মসূচি সম্পন্ন হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত