১৭ অগাস্ট, ২০২০ ০২:৩৫ পিএম

কুমিল্লায় কলেজ অধ্যক্ষসহ একদিনে ১০ জনের মৃত্যু

কুমিল্লায় কলেজ অধ্যক্ষসহ একদিনে ১০ জনের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে উত্তর হাওলা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষসহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে এ হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (১৭ আগস্ট) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানোদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী রয়েছে।

তারা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সামছুল আলম (৬০), চান্দিনা উপজেলার নুরুল ইসলাম (৭৫), বরুড়া উপজেলার ফাতেমা (৬০), লাকসাম উপজেলার নুরুল আমিন (৬০), নগরীর রেইসকোর্স ফয়সাল চৌধুরীর স্ত্রী রিয়া (৩০), জেলার দেবিদ্বার উপজেলার মোতাহেরের স্ত্রী নাসরিন (৪০), চান্দিনা উপজেলার আবদুল মালেক (৬৫), মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান (৬০), চৌদ্দগ্রাম উপজেলার সাহিদুল (৫০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সহিদাবাদের সামছুজ্জামান (৫৫)।

কুমিল্লায় এ পর্যন্ত ছয় হাজার ২৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৭৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫৬ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত