২২ জুন, ২০২০ ০৯:১১ পিএম

করোনায় আক্রান্ত চিকিৎসকদের অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দেবে ড্যাব

করোনায় আক্রান্ত চিকিৎসকদের অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দেবে ড্যাব

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদান, অ্যাম্বুলেন্স সেবা সার্ভিস ও প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার সরবারাহ কার্যক্রম শুরু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)। একই সঙ্গে প্লাজমা ডোনারদের তালিকা প্রস্তুত ও করোনা আক্রান্তদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে সংগঠনটি।

সোমবার (২২ জুন) এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ কর্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশে করোনাভাইরাসের ফলে স্বাস্থ্যখাতের ভঙ্গুর চিত্র জনগণের সামনে প্রকাশ পেয়েছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। চিকিৎসকদের চিকিৎসা করার জন্য যে সুরক্ষা প্রয়োজন সরকার তার ব্যকস্থা করতে পারেনি। অক্সিজেনের জন্য মানুষ পাগল হয়ে আছে, কোথায় অক্সিজেন পাওয়া যাবে। সিলিন্ডার নেই, আইসিইউ নেই, ভেন্টিলেটর নেই। এই আবস্থায় ড্যাবসহ দলের সকল নেতাকর্মীকে দেশবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময়  মির্জা ফখরুল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

ড্যাব সভাপতি ডা. হারুন আল রশিদ বলেন, ‘আমরা এই চিকিৎসা সেবা বাসায় বাসায় গিয়ে দেব। আমাদের দেখে এই ধরনের উদ্যোগ অন্যরাও নিতে পারেন। আমরা সবাইকে এই আহ্বান জানাবো।’

এই সেবার অধীনে থাকবে চিকিৎসক ও চিকিৎসকদের পরিবারকে সহযোগিতায় অ্যাম্বুলেন্স সেবা সার্ভিস, প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, কোভিড সুস্থদের স্বেচ্ছায় প্লাজমা ডোনারদের তালিকা প্রস্তুত, করোনা আক্রান্তদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা করা, বলেও জানিয়েছেন তিনি।

ড্যাবের সিনিয়র সহসভাপতি আবদুস সেলিমের পরিচালনায় ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ড্যাবের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক