১৭ জুন, ২০২০ ০৬:৫৭ পিএম

সংসদে নতুন ২৫ জনসহ ৯১ জন করোনায় আক্রান্ত, কর্মরতদের মধ্যে উদ্বেগ

সংসদে নতুন ২৫ জনসহ ৯১ জন করোনায় আক্রান্ত, কর্মরতদের মধ্যে উদ্বেগ

মেডিভয়েস ডেস্ক: করোনার ভয়াবহ হামলার কবলে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ে কর্মরত আরও ২৫ জন কর্মকর্তা-কর্মচারী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সংসদ সচিবালয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে। এছাড়াও আক্রান্ত হয়েছেন ৮২ আনসার সদস্যও।

বুধবার (১৭ জুন) নমুনা পরীক্ষার ফলাফলে তাদের দেহে করোনা শনাক্ত করা হয়। গত মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

আক্রান্তদের মধ্যে রয়েছেন গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারী নেতা আতর আলীসহ অনেক কর্মকর্তা-কর্মচারী। করোনা আক্রান্তদের অনেকেই স্পিকারের দপ্তরে অবাধে যাতায়াত করতেন। অধিবেশনের সময়েও অনেকে সংসদে কর্মরত ছিলেন।

এ বিষয়ে সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক গণমাধ্যমকে বলেন, প্রথমে যাদের করোনা শনাক্ত হয়েছিল তাদের মধ্যে কর্মচারী ইউনিয়নের নেতা আতর আলী ফের করোনা পজিটিভ হয়েছেন। তদের শারীরিক অবস্থা স্থিতিশীল। সবাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত ১০ জুন থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সংসদে দায়িত্বরতদের করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ দেয়া হয়। গত ২ জুন থেকে পরীক্ষা শুরু হয়। অনেক আগে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ক্রমাগত করোনা রোগী শনাক্ত হওয়ায় পরীক্ষা এখনও চলছে।

এর আগে করোনায় আক্রান্ত আনসার সদস্যদের ব্যাপারে জানতে চাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন জানান, করোনায় আক্রান্ত ৮২ জন ব্যাটালিয়ন আনসার সংসদ সচিবালয়ে কর্মরত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক