ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৪,৫৪৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলা চিকিৎসকদের পাশাপাশি সামনে থেকে লড়ে যাচ্ছে পুলিশের সদস্যরা। করোনায় দায়িত্ব পালনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৪ হাজার ৫৪৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ জন।
আজ শুক্রবার (২৯ মে) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৫৪৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বাহিনীটির ১৫ জন সদস্য।
তবে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের প্রতি ৩ জনে ১ জন সদস্য করোনাভাইরাস থেকে সুস্থ হচ্ছেন। এখন পর্যন্ত পুলিশের এক হাজার ৫৬৩ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া বেশির ভাগই পুনরায় কাজে যোগ দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে পুলিশ প্রধান বেনজীর আহমেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলা হয়, তার ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করায় সুস্থতার হার যেমন বাড়ছে, তেমনি নতুন করে সংক্রমণের সংখ্যা কমছে।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানীতে একটি বেসরকারি হাসপাতাল ভাড়া নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুই হাসপাতালে ২৫০ করে মোট ৫০০ বিছানা রয়েছে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
-
১৮ জানুয়ারী, ২০২১
-
১৮ জানুয়ারী, ২০২১
-
১৮ জানুয়ারী, ২০২১
-
১৭ জানুয়ারী, ২০২১
-
১৭ জানুয়ারী, ২০২১
-
১৭ জানুয়ারী, ২০২১
-
১৭ জানুয়ারী, ২০২১
-
১৬ জানুয়ারী, ২০২১
-
১৬ জানুয়ারী, ২০২১
-
১৬ জানুয়ারী, ২০২১
