০৫ জুলাই, ২০২৫ ০৭:২৮ পিএম

কক্সমেক বোনস ব্যাংকের যাত্রা শুরু, বিনামূল্যে বোনস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

কক্সমেক বোনস ব্যাংকের যাত্রা শুরু, বিনামূল্যে বোনস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
বিনামূল্যে বোনস গ্রহণ করছেন কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নবাগত ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের মাঝে বোনস বিতরণের মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজ (কক্সমেক) বোনস ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। গত ১ জুলাই রাত ৯টায় ছাত্রাবাসে আয়োজিত অনুষ্ঠানে তাদের শিক্ষার্থীদের হাতে বোনস উঠিয়ে দেওয়া হয়।

২০২০-২১ সেশনের শিক্ষার্থী কক্সমেক বোন্স ব্যাংকের ম্যানেজার আদনান সিদ্দীকির সঞ্চালনায় অনুষ্ঠানে বোনস ব্যাংকের শরঈ গুরুত্ব, বোনস কেনাবেচার কুফল সম্পর্কে বক্তব্য রাখেন ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী হাফেজ মাওলনা তাওসিফ করিম। আরও বক্তব্য রাখেন বোনস ব্যাংকের সামগ্রিক কার্যক্রমে পরামর্শদাতা ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আসিবুল হক।

অনুষ্ঠানে ছেলে-মেয়ে মিলিয়ে মোট ১৩ জন শিক্ষার্থীকে ৪ সেট বোনস দেওয়া হয়েছে। এর মধ্যে একজন অমুসলিম ও রয়েছে। হালাল উপায়ে বোনস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 

এ প্রসঙ্গে একজন শিক্ষার্থী বলেন, ‘এভাবে বিনামূল্যে বোনস পেয়ে ভালো লাগছে। আমার বিশ্বাস, সব শিক্ষার্থী বিশেষত ইসলাম প্র্যাক্টিসিং শিক্ষার্থীরা বোনস ক্রয়-বিক্রয়ের অসাধু চক্র থেকে মুক্তি পাবে।’

একই সঙ্গে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।

সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আদনান সিদ্দীকি বলেন, ‘এ বোনস আপনাদের জন্য আমানতস্বরূপ। আপনারা এ বোনসের মর্যাদা রক্ষা করবেন। আগামীতে বোনস ব্যাংক ম্যানেজমেন্টের দায়িত্ব আপনাদের উপর আসবে। আমরা চাই, বোনস ব্যাংকের এই কার্যক্রম পরবর্তী ব্যাচগুলোতেও বজায় থাকুক।’

এরপর মেডিকেলের ১৭তম প্রজন্মের শিক্ষার্থীদের হাতে অঙ্গীকারনামা ও সংরক্ষণের জন্য বক্সসহ বোনস সেট তুলে দেন সিনিয়র শিক্ষার্থী ও বোনস দাতাবৃন্দ। 

এর আগে নতুন শিক্ষার্থী হাফেজ ওমর মিকাতের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত