০২ জুলাই, ২০২৫ ০৬:২৪ পিএম

ডেঙ্গুতে এক জনের মৃত্যু, আক্রান্ত ৪১৬

ডেঙ্গুতে এক জনের মৃত্যু, আক্রান্ত ৪১৬
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ৪১৬ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩২ জন।

আজ বুধবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত নারী (৩৫) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে।

এ ছাড়া একই সময়ে আক্রান্তদের ১৬৫ জন বরিশাল বিভাগের বাসিন্দা। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬৫ ও উত্তর সিটি কর্পোরেশনে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সিটি কর্পোরেশনের বাইরে চট্টগ্রাম বিভাগে ২৩, ঢাকা বিভাগে ৫৫, খুলনা বিভাগে ১৮, ময়মনসিংহ বিভাগে ১০ ও রাজশাহী বিভাগে ৫১ জন আক্রান্ত হয়েছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
স্বাস্থ্যের সকল প্রকল্প মূল কার্যক্রমে নিয়ে আসার পরিকল্পনা

সেক্টর কর্মসূচি ছাড়াই স্বাস্থ্যের এক বছর, ২৫ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তায়

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক