অবহেলায় জটিল বরগুনার ডেঙ্গু পরিস্থিতি, প্রচারণায় জোর অধিদপ্তরের

মেডিভয়েস রিপোর্ট: অধিকাংশ ক্ষেত্রে বিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে জেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক আকারে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এক চিঠিতে এই নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা তথ্য অফিসার এবং জেলা ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালকের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য পর্যালোচনা করে প্রতীয়মান হয়েছে যে, অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত রোগী বিলম্বে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।
এতে আরও বলা হয়, এমতাবস্থায়, বরগুনা জেলায় ডেঙ্গু রোগের জীবানুবাহক এডিস মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুততম সময়ে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ব্যাপক আকারে প্রচারণা চালানোর লক্ষ্যে যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এনএআর/
-
১৪ ঘন্টা আগে
-
১০ জুলাই, ২০২৫
-
০৯ জুলাই, ২০২৫
-
০৮ জুলাই, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫