বায়ুদূষণে চার দশকে ১৩৫ মিলিয়ন মানুষের অকালমৃত্যু: গবেষণা

মেডিভয়েস রিপোর্ট: গত ৪০ বছরে বায়ু দূষণের কারণে বিশ্বব্যাপী ১৩৫ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ঘটনায় শীর্ষে রয়েছে চীন ও ভারত। এ ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং জাপানও রয়েছে উচ্চ অকালমৃত্যুর তালিকায়।
গতকাল সোমবার (১০ জুন) সিঙ্গাপুরের নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির এক গবেষণায় এসব তথ্য জানা গেছে। সম্প্রতি এই প্রতিবেদন ‘এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল’ জার্নালে প্রকাশিত হয়েছে। খবর এএফপির।
গবেষণা বলছে, মানবসৃষ্ট নির্গমণ এবং দাবানলের মতো অন্যান্য কারণে বায়ু দূষণের ফলে ১৯৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৩৫ মিলিয়ন মানুষ মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে এশিয়া মহাদেশে মৃত্যু হয়েছে ৯৮ মিলিয়নের। যার বেশিরভাগই চীন এবং ভারতের।
এ ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং জাপানেও উল্লেখযোগ্য মৃত্যু হয়েছে। দেশগুলোতে এর পরিমাণ ২ থেকে ৫ মিলিয়নের মতো।
মূলত, এল নিনো এবং ভারত মহাসাগরের ডাইপোলের মতো আবহওয়ার বিষয়গুলো বাতাসে দূষণের ঘনত্বকে তীব্র করে এর প্রভাবকে আরও বাড়িয়ে তুলছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, যানবাহন ও শিল্প প্রতিষ্ঠানের দূষণ এবং আগুন ও ময়লা থেকে পার্টিকুলেট ম্যাটার ২.৫ বা পিএম২.৫ নামে একটি ক্ষুদ্র কণা সৃষ্টি হয়, যা বেশি ক্ষুদ্র হওয়ার কারণে খুব সহজেই মানুষের রক্তে প্রবেশ করতে পারে। এটি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
গবেষণায় আরও দেখা গেছে, আবহাওয়ার ধরনগুলো ১৪ শতাংশ মৃত্যু বাড়িয়েছে। এমনকি স্ট্রোক, হার্ট এবং ফুসফুসের রোগ এবং ক্যান্সারসহ যে রোগের চিকিৎসা বা প্রতিরোধ করা যেতে পারে সেসবে আক্রান্ত হয়েও গড় আয়ুর চেয়ে কম বয়সে মানুষের মৃত্যু হচ্ছে।
গবেষণা দলের প্রধান এবং নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির এশিয়ান স্কুল অব দ্য এনভায়রনমেন্টের সহযোগী অধ্যাপক স্টিভ য়িম বলেন, ‘আমাদের গবেষণা দেখিয়েছে যে জলবায়ুর ধরন পরিবর্তন বায়ু দূষণকে আরও খারাপ করে তুলতে পারে। যখন কোনো জলবায়ু সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়, যেমন এল নিনো—তখন দূষণের মাত্রা বেড়ে যায়। এর মানে পিএম২.৫ এর কারণে আরও অনেক মানুষের মৃত্যু হবে।’
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, প্রতি বছর বায়ু দূষণের কারণে বিশ্ব্যব্যাপী ৬.৭ মিলিয়ন মানুষের অকালমৃত্যু ঘটে।
এনএআর/
-
১২ জানুয়ারী, ২০২৫
-
৩০ অগাস্ট, ২০২৩
-
৩১ জানুয়ারী, ২০২৩
-
২৮ জানুয়ারী, ২০২৩
পরিবেশ আইনের সংশোধনীর পরমার্শ
‘বায়ু দূষণকে জনস্বাস্থ্যগত অপরাধ বিবেচনায় শাস্তি বিধান জরুরি’
-
২২ জানুয়ারী, ২০২৩
-
১৫ ডিসেম্বর, ২০২২
-
১৫ নভেম্বর, ২০২২
-
১৬ সেপ্টেম্বর, ২০২২
-
১৭ অগাস্ট, ২০২২
প্রস্তাবিত স্বাস্থ্য নীতিমালা সংশোধনের দাবি
টেস্ট রিপোর্টে স্বাক্ষর প্রদান অন্তর্ভুক্তি চান বায়োকেমিস্টরা
বিভিন্ন ব্লকের সামনে নতুন ব্যানার
বিএসএমএমইউর নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’
প্রস্তাবিত স্বাস্থ্য নীতিমালা সংশোধনের দাবি
টেস্ট রিপোর্টে স্বাক্ষর প্রদান অন্তর্ভুক্তি চান বায়োকেমিস্টরা
বিভিন্ন ব্লকের সামনে নতুন ব্যানার
বিএসএমএমইউর নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’
বিশ্ব ক্যান্সার দিবস পালনে নানা কর্মসূচি
দেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত ১০৬, বিএসএমএমইউর গবেষণা
