১৯ নভেম্বর, ২০২৩ ০৬:৪৭ পিএম

এফসিপিএস: রেডিও ফিজিক্স ১ম পর্বের ওরিয়েন্টেশনে রেজিস্ট্রেশনের সময়বৃদ্ধি

এফসিপিএস: রেডিও ফিজিক্স ১ম পর্বের ওরিয়েন্টেশনে রেজিস্ট্রেশনের সময়বৃদ্ধি
রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ‘রেডিও ফিজিক্স’ ওরিয়েন্টেশন কোর্সের রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আজ রোববার (১৯ নভেম্বর) বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব রেডিওলজী এন্ড এমেজিং কর্তৃক আয়োজিত এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ‘রেজিও ফিজিক্স’ ওরিয়েন্টেশন কোর্সের রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।’

এর আগে গত ১৪ নভেম্বর বিসিপিএস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৯ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার কথা বলা হয়। এতে আর বলা হয়, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব রেডিওলজী এন্ড এমেজিং কর্তৃক আয়োজিত এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ‘রেজিও ফিজিক্স’ ওরিয়েন্টেশন কোর্স আগামী ২২/১১/২৩ তারিখ হতে ০৮/১২/২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।’

‘উক্ত কোর্সে অংশগ্রহণে নিমিত্তে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সচিব, বিসিপিএস এর অনুকূলে ২,০০০/- (দুই হাজার) টাকা UCBL এবং DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদ-এর স্ক্যান কপি বিসিপিএস-এর ওয়েবসাইটে আপলোড করে আগামী ১৯/১১/২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। কলেজের হিসাব বিভাগও ১৯/১১/২৩ খ্রিঃ তারিখ বেলা ০২:০০টা পর্যন্ত ব্যাংক স্লিপ জমা দিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে। উল্লেখ্য যে, উক্ত কোর্সে শুধুমাত্র রেজিওলজী এন্ড ইমেজিং বিষয়ের চিকিৎসকগণ অংশগ্রহণ করতে পারবেন’।

এসএস/

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমবিবিএস গ্র্যাজুয়েটদের আবেদন

বিসিএস পরীক্ষা: সবার বয়স বাড়লেও সুখবর নেই চিকিৎসকদের

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আউটডোরে ৪৫০-৫০০ রোগী দেখেন ২ চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত