১৯ নভেম্বর, ২০২৩ ১০:৩৮ এএম

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৮০

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৮০
শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলও ছিল। স্কুলটি ইসরায়েল-হামাস যুদ্ধে গৃহহীনদের আশ্রয়শিবির হিসেবে ব্যবহার করা হয়।

মেডিভয়েস ডেস্ক: গাজার উত্তরাঞ্চলে শরণার্থীশিবিরে ইসরায়েলের হামলায় ৮০ জনের বেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার ইসরায়েল এই হামলা চালায় বলে জানিয়েছেন হামাসের স্বাস্থ্যবিষয়ক এক কর্মকর্তা।

এই শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলও ছিল। স্কুলটি ইসরায়েল-হামাস যুদ্ধে গৃহহীনদের আশ্রয়শিবির হিসেবে ব্যবহার করা হয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাস সরকার বলেছে, ইসরায়েলের সেনাবাহিনীর বিমান ও স্থল অভিযানে ১২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৫ হাজারের বেশি শিশু।

জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস গাজায় হামলায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছেন শান্তিকামী মানুষ। এএফপি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও