ডা. মোহাম্মদ মহিউদ্দিন

ডা. মোহাম্মদ মহিউদ্দিন

কানাডায় কর্মরত রেডিয়েশন অনকোলজিস্ট


১৭ নভেম্বর, ২০২৩ ০৩:২৫ পিএম

ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে যেসব পুরুষ

ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে যেসব পুরুষ
প্রতীকি ছবি।

আমরা সবাই জানি, ব্রেস্ট ক্যান্সার মহিলাদের হয়, কিন্তু পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়।

আমেরিকায় প্রতি ১০০টি ব্রেস্ট ক্যান্সারের একটি পুরুষ ব্রেস্ট ক্যান্সার।

বাংলাদেশে পুরুষ ব্রেস্ট ক্যান্সারের সঠিক সংখ্যা জানা নেই, কারণ আমাদের কোন ক্যান্সার রেজিস্ট্রি নেই।

লক্ষণসমূহ

১. ব্রেস্টে একটা ছোট চাকা অথবা গোটা দেখা দিতে পারে।
২. ব্রেস্টের চামড়া একটু লাল হতে পারে অথবা চামড়ায় ক্রাস্ট হতে পারে।
৩. ব্রেস্টের চামড়ায় চুলকানি অথবা টোল পড়তে পারে।
৪. নিপল থেকে ডিসচার্জ হতে পারে।
৫. ব্রেস্টের আশপাশে ব্যথা অথবা একটা টানটান ভাব হতে পারে। 

যেসব পুরুষের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি

১. পরিবারে মা অথবা বোনের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে।
২. জিনগত পরিবর্তন যদি থাকে। যেমন—BRCA1 এবং BRCA2 জিন মিউটেশন থাকলে।
৩. শরীর যদি মোটা হয় অথবা লিভার সিরোসিস রোগ থাকে।

কোনো পুরুষের ব্রেস্টে বর্ণিত সমস্যাগুলো দেখা দিলে দেরি না করে একজন এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে ব্রেস্টের সমস্যা হলে কখনো হোমিওপ্যাথি অথবা কবিরাজি চিকিৎসা করাবেন না।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমবিবিএস গ্র্যাজুয়েটদের আবেদন

বিসিএস পরীক্ষা: সবার বয়স বাড়লেও সুখবর নেই চিকিৎসকদের

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আউটডোরে ৪৫০-৫০০ রোগী দেখেন ২ চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত