কর্মস্থলে অনুপস্থিত: ডা. পীযূষ কান্তি মিত্রকে কারণ দর্শানোর নোটিস
মেডিভয়েস রিপোর্ট: কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পীযূষ কান্তি মিত্রকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নোটিসের দশ কর্মদিবসের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।
গত ১৪ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের শৃঙ্খলা অধিশাখার সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিসে এ নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের অভিযোগনামায় বলা হয়, ‘যেহেতু আপনি ডা. পীযূষ কান্তি মিত্র (৪২১০৪), সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব), নিউরোসার্জারি, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর-কে স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ০৭.১২.২০২২ খ্রি. তারিখের ৪৫.০০.০০০০.১৪৭.১৯.১৩৭.২২.৭৪৩ নং স্মারকে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জে সংযুক্তিতে পদায়ন করা হয়।’
এতে আরও বলা হয়, ‘যেহেতু আপনি উক্ত পদায়নের ২৬ দিন পর ০৩.০১.২০২৩ খ্রি. তারিখে পদায়িত কর্মস্থলে যোগদান করেন; যেহেতু আপনি যোগদানের পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রায়শ কর্মস্থলে অনুপস্থিত থাকছেন; যেহেতু এ বিষয়ে কারণ দর্শানো হলে আপনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি; যেহেতু আপনি উল্লেখ করেছেন যে, উক্ত মেডিকেল কলেজে নিউরোসার্জারি বিভাগ না থাকায় মাঝে-মধ্যে কলেজে অনুপস্থিত থাকেন; যেহেতু বায়োমেট্রিক হাজিরা পর্যালোচনায় আপনাকে অনুপস্থিত পাওয়া যায়; যেহেতু আপনার বক্তব্য ও কর্মকাণ্ড অনভিপ্রেত ও অপেশাদারত্বের বহিঃপ্রকাশ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য।’
‘সেহেতু আপনাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণের দায়ে অভিযুক্ত করা হলো এবং কেন আপনাকে উক্ত বিধিমালার অধীনে চাকরি হতে বরখাস্তকরণ অথবা অন্য কোনো যথোপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, সে বিষয়ে এ নোটিশ প্রাপ্তির ১০ (দশ) কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো’—যোগ করা হয় নোটিসে।
এতে আরও বলা হয়, ‘একইসঙ্গে, আপনি ব্যক্তিগত শুনানি চান কিনা তাও জানাতে নির্দেশ প্রদান করা হল।’
নোটিসের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
ডা. পীযূষ কান্তি মিত্র গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার বুড়ামজুমদার এলাকায়।
-
১৭ নভেম্বর, ২০২৩