১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:২৩ পিএম

দেশের বিভিন্ন উপজেলায় ক্ষুদে ডাক্তার কার্যক্রম চলছে

দেশের বিভিন্ন উপজেলায় ক্ষুদে ডাক্তার কার্যক্রম চলছে
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আরাফাতুর রহমানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্ষুদে ডাক্তার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিক্ষা কার্যক্রম পরিদর্শন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে শিশুর মাধ্যমে শিশুদের স্বাস্থ্য-শিক্ষা দেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলায় ক্ষুদে ডাক্তার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতি শ্রেণি বা সেকশনের জন্য তিনজন শিক্ষার্থীকে ক্ষুদে ডাক্তার নির্বাচন করে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এসব তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ, সপ্তম এবং নমব শ্রেণি থেকে শিক্ষার্থী বাছাই করা হয়। বাছাই করা এসব শিক্ষার্থীদের ‘ক্ষুদে ডাক্তার’ উপাধি দিয়ে একজন শ্রেণি শিক্ষক বা গাইড শিক্ষকের মাধ্যমে তাদের কার্যাবলি সম্পর্কে অবহিত করা হয়।

শিশু চিকিৎসকদের কাজের বিষয়বস্তুর মধ্যে নির্ধারিত শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য বার্তা দেওয়া, বছরে দুইবার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে কৃমিনাশক ওষুধ সেবন, দুইবারেই শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তির পরিমাপ) করা। এছাড়া স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিবসে সক্রিয় অংশ নেওয়া হচ্ছে ক্ষুদে ডাক্তার দলের অন্যতম প্রধান কাজ। যা একজন গাইড শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে।

স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্য

১. শিক্ষার্থীদের উচ্চতা, ওজন পরিমাপ এবং দৃষ্টিশক্তি পরীক্ষা করা।

২. শিক্ষার্থীদের নিজ নিজ উচ্চতা, ওজন ও দৃষ্টিশক্তি সম্পর্কে সচেতন করে তোলা।

৩. উচ্চতা, ওজন ও দৃষ্টিশক্তির কোনো সমস্যা থাকলে তা প্রতিকারের ব্যবস্থা করা।

যেসব উপজেলায় এ কার্যক্রম

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে বাসুদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাসুদেব উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তারের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তি পরীক্ষা করে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টি শক্তির ত্রুটিসহ নানা বিষয় গাইড শিক্ষকের নজরে আনা হয়।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আরাফাতুর রহমানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্ষুদে ডাক্তার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিক্ষা কার্যক্রম পরিদর্শন করা হয়।

নোয়াখালীর সেনবাগের সকল স্কুলে, ১৭-২৩ সেপ্টেম্বর, সপ্তাহব্যাপী ক্ষুদে ডাক্তার দ্বারা ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ শুরু হয়েছে। ক্ষুদে ডাক্তার কার্যক্রমের মাধ্যমে স্কুলগুলোতে শিশুদের চোখের পরীক্ষা, ওজন, উচ্চতা এবং স্বাস্থ্য বার্তা প্রদান করা হবে। কার্যক্রমের উদ্বোধন করেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস ছালাম খান। এ সময় এমওডিসি ডা. কামাল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মো. জামাল উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মোস্তফা কামাল ভূঁইয়া উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্কুলে ক্ষুদে ডাক্তার কার্যক্রম পরিদর্শন করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক