১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০৩ পিএম

রাজশাহী মেডিকেলের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল বারী আর নেই 

রাজশাহী মেডিকেলের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল বারী আর নেই 
অধ্যাপক ডা. আব্দুল বারী

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এ আব্দুল বারী আর নেই। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত জটিলতা নিয়ে গত ১২ সেপ্টেম্বর রামেক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আব্দুল বারী। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি ছিলেন।

আগামীকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাদ জুমা হেতেম খাঁ বড় মসজিদে জানাজা শেষে হেতেম খাঁ গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক