২৯ অগাস্ট, ২০২৩ ০১:২৭ পিএম
২০২২-২৩ শিক্ষাবর্ষ

অপেক্ষমাণ তালিকা থেকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু 

অপেক্ষমাণ তালিকা থেকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু 
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। 

মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বেসরকারি মেডিকেল কলেজে শুন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে স্ব অর্থায়নে দেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ‘বেসরকারি মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষগণ ২৯ আগস্ট হতে ৫ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই বর্ণিত কলেজ ভিত্তিক তালিকা অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।’

এতে আরও বলা হয়েছে, ‘অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। ভর্তির তারিখ ২৯ আগস্ট হতে ৫ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময় পর্যন্ত। অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আবেদন পত্রের সাথে দাখিলকৃত সকল মূল সনদপত্রসমূহ যাচাই পূর্বক অবশ্যই জমা রাখবেন। মুক্তিযোদ্ধা সনদের ক্ষেত্রে সনদ যাচাইপূর্বক সনদের সত্যায়িত ফটোকপি গ্রহণ করে মূল কপি শিক্ষার্থীকে ফেরত প্রদান করতে হবে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড ভর্তির পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। বর্ণিত নিয়মাবলী সম্পাদনের পর যোগ্য প্রার্থীদেরকে সাময়িকভাবে ভর্তি করা হবে।’

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহ

(ক) ২০২২-২০২৩  শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
(খ) শিক্ষার্থীর বর্ণিত এমবিবিএস ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি
(গ) এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র
(ঘ) এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/প্রশংসা পত্র
(ঙ) এ লেভেল/ ও লেভেল মাধ্যমে পাশকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নম্বর সমতাকরণ পত্র
(চ) নাগরিকত্বের সনদপত্র/জন্ম নিবন্ধন সনদের কপি
(ছ) চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি

নোটিস দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত