০৯ জুলাই, ২০২৩ ০৩:২৫ পিএম

দুই চিকিৎসক গ্রেপ্তারে সোসাইটি অব মেডিসিনের উদ্বেগ

দুই চিকিৎসক গ্রেপ্তারে সোসাইটি অব মেডিসিনের উদ্বেগ
চিকিৎসকদের সুরক্ষার স্বার্থে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই গ্রেপ্তার করায় এবং আরেকজন চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মাকসুদা ফরিদা মিলিকে আত্মসমর্পনের নির্দেশ দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম)।

আজ রোববার (৯ জুলাই) বিএসএম’র সভাপতি অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও মহাসচিব অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ‘সেন্ট্রাল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদীকে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই গ্রেপ্তার করায় এবং সহযোগী অধ্যাপক ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত চিকিৎসকদের মুক্তি দাবি করছি।’

এতে আরও বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে করণীয় বিষয়ে বিএসএম’র জরুরী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় চিকিৎসকদের সুরক্ষার স্বার্থে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাথে ঐক্যবদ্ধভাবে ও আন্তঃসোসাইটির মধ্যে সমন্বয় করে একযোগে কাজ করবে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।’

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক